যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল টেনেসির একটি পার্বত্য এলাকায় দাবানলে কয়েকশ স্থাপনা বিধ্বস্ত হয়েছে। এই দাবানলে অন্তত সাত জনের প্রাণহানি হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এদের মধ্যে একটি বাড়ি থেকে তিন জন, একটি পুড়ে যাওয়া হোটেল থেকে একজন এবং পার্শ্ববর্তী এলাকা থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই এলাকার একটি হাসপাতালে ৪৫ জনের চিকিৎসা চলছে। দাবানলের কারণে ওই এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
জানা যায়, টেনেসির পূর্বাঞ্চলে খরায় শুকিয়ে যাওয়া গাছপালা ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এতে ওই এলাকায় দুটি পর্যটন শহর হুমকির মুখে পড়েছে। দাবানলের কারণে এলাকাটিতে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং গাছ ও বিদ্যুতের লাইন পড়ে অসংখ্যা রাস্তাঘাটে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ২৬ টি সক্রিয় দাবানলের কারণে রাজ্যের প্রায় ১২শ’ একর এলাকা পুড়ে গেছে বলে টেনেসির কৃষি বিভাগ বুধবার জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/21