তুরস্কে গত নভেম্বর মাসে দেশটির সরকার সন্দেহভাজন ৩৬৫ আইএস জঙ্গিকে আটক করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালায় তাদের এক বিবৃতিতে জানিয়েছে, নভেম্বর মাসে আটককৃত ১৩১ জঙ্গিকে বিচারের মুখোমুখি করতে আঙ্কারা, ইস্তাম্বুলসহ দেশের ১২টি প্রদেশের হাজতে রিমান্ডে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য গত বছর অক্টোবরে অঙ্কারা রেলস্টেশনে বোমা হামলা ও নভেম্বরে আইএসের হামলায় দেশটিতে প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এসব হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃত আইএস জঙ্গিরা জড়িত ছিলো মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৩