মার্কিন পতাকায় অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত ক্ষমতা হাতে পাওয়ার পরই তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।
গত মঙ্গলবার এক টুইট বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কেউ মার্কিন পতাকায় আগুন দিলে তাকে হয় কারাগারে পাঠানো হবে অথবা তার নাগরিকত্ব বাতিল করে আমেরিকা থেকে বের করে দেয়া হবে।
তিনি লিখেছেন, 'আমেরিকার পতাকায় আগুন দেয়ার অধিকার কারো নেই। যদি কেউ এ কাজ করে তবে তাকে এর পরিণতি ভোগ করতে হবে। হয় নাগরিকত্ব বাতিল অথবা কারাদণ্ড।
বাক স্বাধীনতাকে সমুন্নত রাখার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রর প্রথম সংবিধানে দেশটির পতাকায় অগ্নিসংযোগকে বেআইনি কাজ বলে উল্লেখ করা হয়নি। তবে মার্কিন কংগ্রেসের সদস্যরা গত কয়েক দশক ধরে মার্কিন পতাকায় আগুন দেয়া বা এ পতাকার অবমাননাকে শাস্তি হিসেবে গণ্য করার জন্য চেষ্টা চালিয়ে আসছেন।
চলতি মাসের গোড়ার দিকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার এ বিজয় মেনে নিতে না পেরে রাস্তায় নামে বহু আমেরিকান। তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় অনেকে মার্কিন পতাকায় আগুন দেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ