চলতি বছরের নভেম্বরেই ইরাকজুড়ে নিরাপত্তা বাহিনীর অন্ততপক্ষে ১,৯৫৯ জন সদস্য নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। এ সংখ্যা অক্টোবরে নিহত সদস্যদের তুলনায় প্রায় তিনগুণ। খবর বিবিসির।
এছাড়া নভেম্বরে ৯২৬ জন বেসামরিক সাধারণ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯৩০ জন। ইরাকে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জন কুবিস বলেন, হতাহতের এই সংখ্যা ‘বিস্ময়কর’।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দখলমুক্ত করার লক্ষ্যে দেশটির সরকারের অভিযান শুরু করার প্রেক্ষাপটেই নিহতের সংখ্যা বেড়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ