চীনে একটি মিনিবাস আজ শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে পড়ে ১৮ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন সিসিটিভি জানায়, মিনিবাসটি ইঝু থেকে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান যাচ্ছিল। বাসটিতে প্রায় ২০ যাত্রী ছিলেন। বাসের চালককে পুলিশ আটক করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে ২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় ২ লাখ ৬০ হাজারের বেশি লোক প্রাণ হারান।
বিডি প্রতিদিন/ ০২ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম