ডেনমার্কের কোপেন হেগেনের মারিয়াম মসজিদের ইমাম শিরিন খানকান। এটিই উত্তর ইউরোপের প্রথম মসজিদ যার ইমাম নারী।
বিবিসিকে নারী ইমাম শিরিন খানকান জানিয়েছেন, মারিয়াম মসজিদ প্রতিষ্ঠা করেছেন ইউরোপের নতুন প্রজন্মের মুসলিম, যারা মনে করে তাদের কোথাও যাওয়ার জায়গা নেই।
শিরিন খান জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে মুসলিম নারীদের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। এখন প্রয়োজন প্রগতিশীল ইসলামী মূল্যবোধের প্রচার। এজন্য মুসলিম নারী নেতৃত্ব খুবই দরকার।'
শিরিন খান বলেন, 'আমার দৃষ্টিতে এটা শুধু লিঙ্গের ব্যাপার নয়, এটা জ্ঞানের ব্যাপার। যার জ্ঞান আছে, সে ইসলামের বার্তা প্রচার করতে পারবে। নবী মুহাম্মদ (স.) এর সময় তার বাড়ির নামাজ ঘরে কিন্তু নারীরা ইমামতি করেছেন।