২০২৩ সালের পর কেউ নিউইয়র্ক থেকে লন্ডনে কোনও মিটিংয়ে যোগ দিতে এলে এক রাতও হোটেলে কাটাতে হবে না তাকে৷ কারণ বিকেল বেলার ফ্লাইটেই তিনি ফিরে যেতে পারবেন নিউইয়র্ক৷
জানা গেছে, ২০২৩ সালের মধ্যে হাইস্পিড জেট এজ সুপারসনিক বিমান আনতে চলেছে কলোরাডোর একটি বিমানসংস্থা বুম৷ এরফলে নিউইয়র্ক থেকে মাত্র তিন ঘন্টা ১৫ মিনিটে পৌঁছে যাওয়া যাবে লন্ডন৷ বুমের সঙ্গে যৌথ ভাবে এই বিমান নির্মাণ করতে চলেছে রিচার্ড ব্রেনশন ও ভারজিন গালাকটিক নামের দুটি কোম্পানি৷ শব্দের গতিতে ধাবমান এই বিমানে থাকবে ৪০-৫০ জন যাত্রীর সফরের ব্যবস্থা৷
এছাড়া বুম জানিয়েছে, এই বিমানে সানফ্রানসিসকো থেকে টোকিও যাওয়া যাবে মাত্র ৫ ঘন্টা ৩০ মিনিটে৷ যা সফর করতে বর্তমানে লাগে এগারো ঘন্টা সময়৷ লস অ্যাঞ্জেলস থেকে সিডনি যেতে সময় লাগবে তিন ঘন্টা ৪৫ মিনিট৷
বুম আরও জানায়, বর্তমানে সবাই অত্যাধুনিক ফোন, কম্পিউটার ব্যবহার করছে৷ ফলে বিমানের ক্ষেত্রেও ১৯৬০ সালের বিমানের মডেল ছেড়ে নয়া প্রযুক্তি নিয়ে আসা প্রয়োজন৷ জানা গিয়েছে, ডিজিটাল এরোডায়নামিক ডিজাইনের মাধ্যমে করা হবে বিমানের কাঠামোর ডিজাইন৷
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৩