ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল পাপুয়া প্রদেশে একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলাদেশ সময় আজ সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। ‘হারকিউলিস সি-১৩০’ নামে বিধ্বস্ত হওয়া প্লেনটি দেশটির সেনাবাহিনী ব্যবহার করতো। বিধ্বস্ত হওয়া প্লেনটিতে তিনজন পাইলট ও ১০ সামরিক লোক ছিল।
জানা যায়, বিধ্বস্ত হওয়া প্লেনটি ১২ টন ওজনের খাদ্য সামগ্রী ও সিমেন্ট নিয়ে তিমিকা শহর থেকে ওয়ামেনা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্লেনটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখান থেকে অবতরণ স্থান ছিল কয়েক মিনিটের পথ। খারপ আবহাওয়ার কারণে প্লেনটি বিধ্বস্ত হতে পারে বলেও জানান দেশটির বিমানবাহিনীর চিফ অব স্টাফ অ্যাগুস সুপরিয়ানন্টা।
বিডি প্রতিদিন/এ মজুমদার