চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালেন দুই কিশোর। শনিবার ভারতের দিল্লির আনন্দ বিহারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশ কুমার (১৬) ও শুভম (১৪)।
জানা যায়, গত শনিবার ভালো ছবি তোলার জন্য তিন বন্ধুকে সঙ্গে নিয়ে যশ এবং শুভম আনন্দ বিহারের রেললাইনে যান। পাঁচ বন্ধু মিলে ৪০০ টাকা দিয়ে একটা ডিএসএলআর ক্যামেরাও ভাড়া করেন তারা।
বেঁচে যাওয়া বাকি তিন কিশোরের সঙ্গে কথা বলে জানা যায়, ফেসবুকে ভালো ছবি আপলোড করার জন্যই তারা রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঠিক হয়েছিল, দুই পাশের দুই লাইন দিয়ে যখন ট্রেন যাবে তখন তোলা হবে ছবি। পাঁচ বন্ধু রেললাইনে সেলফি তুলতে এতটাই মশগুল ছিল যে খেয়ালই করেননি অন্যদিক থেকে ট্রেন এসে গেছে। গোটা বিষয়টি দেখে আচমকা ভয় পেয়ে যশ এবং শুভম অপর ট্র্যাকটিতে ঝাঁপ দিলে উল্টো দিক থেকে আসা আর একটি ট্রেন তাদের পিষে দিয়ে চলে যায়।
মাধ্যমিক পরীক্ষার্থী যশের মা জানান, লেখাপড়ায় ভালো ছিল যশ। লেখাপড়ার পাশপাশি ছবি তুলতেও খুব ভালবাসত সে। আর সেই ছবি তোলাই কাল হল তার।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম