এয়ার ইন্ডিয়া এবার নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে নারী যাত্রীদের জন্য আসন সংরক্ষিত করছে। সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে অন্তর্দেশীয় রুটে তাদের সব বিমানেই নারীরা এই সেবা পাবে। খবর সংবাদসংস্থা এএনআই এর।
জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিমানে এবার আলাদা করে ছ’টি আসন থাকবে। আর এই ছয়টি আসন শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত। আসছে ১৮ জানুয়ারি থেকেই এই সেবা চালু হবে। এর জন্য অতিরিক্ত কোনও টাকা লাগবে না। বাস, ট্রাম বা মেট্রোর মতো এবার এয়ার ইন্ডিয়ার বিমানেও থাকবে ‘লেডিজ সিট’। যেসব নারী একা বিমানে সফর করেন তাদের নিরাপত্তাকে মজবুত করতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। আর এমন সিদ্ধান্ত বিশ্বের ইতিহাসে এবারই প্রথম।
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার মুম্বাই-নিউইয়র্ক বিমানে এক নারী যাত্রীর সঙ্গে অসভ্য আচরণ করেন এক সহযাত্রী। এই ঘটনা ঘিরে নিন্দার ঝড় ওঠে। কিছুদিন আগে ওমান থেকে দিল্লিগামী এক বিমানেও এক বিমান সেবিকার শ্লীলতাহানি করে এক যাত্রী। বিমানে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসে বিমান কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার মীনাক্ষী মালিক জানালেন, “নারী যাত্রীদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য। পাশাপাশি প্লেনে সফর করার সময় তারা যেন স্বাচ্ছন্দ্য পান সে দিকটাও সবসময় খেয়াল রাখা হয়। আর যেসব নারীরা একা সফর করেন, তাদের কথা মাথায় রেখেই আমরা কিছু আলাদা আসন রেখেছি।”
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩