যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ (৯২) অসুস্থ হয়ে হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুশের কার্যালয়ের চিফ অব স্টাফ জিন বেকারের বরাতে বুধবার এ খবর দিয়েছে সিবিএসের হিউস্টন শাখা কেএইচওইউ টেলিভিশন।
বুশের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বেকার। আগামী দু'একদিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের পিতা। জর্জ ডব্লিউ বুশ দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। জেব বুশ ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
রিপাবলিকান সিনিয়র বুশও ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে চার বছর ছিলেন তিনি। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ