সৌদি আরবের জেদ্দায় আইন শৃঙ্খলা বাহিনী ২৩ লক্ষ কেপ্টাগণ ট্যাবলেট সহ তিনজনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এই তিনজনকে আটক করতে সক্ষম হয় তারা। আটককৃতদের দুইজন জন সৌদি এবং একজন চীনের নাগরিক বলে জানা গেছে।
আটককৃত কেপ্টাগন ট্যাবলেট কপার টিউবের মধ্যে ভরে মেশিনারী আইটেমের সাথে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র জানান, "দীর্ঘদিন ধরে একটি চোরাচালান চক্র সৌদি আরবে মাদক চোরাচালান, গুদামজাত ও বিপননের কাজ করে আসছিল। তবে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী পুরো চক্রটিকে ধরতে সক্ষম হন।"
উল্লেখ্য কেপ্টাগণ ট্যাবলেট বাংলাদেশে প্রাপ্য ইয়াবা গোত্রের ট্যাবলেটের মতই। মধ্যপ্রাচ্যে একে কেপ্টাগন বলে ডাকা হয়।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১