ইরাকি-মার্কিন সেনাদের যৌথ আক্রমণে মৃত্যুপুরী হয়ে গিয়েছে ইরাক৷ রাস্তায় পড়ে রয়েছে আইএস জঙ্গিদের মৃতদেহ৷ সেই মৃত দেহের ওপর মাছি ভন ভন করছে৷ বেঁচে যাওয়া আইএস জঙ্গিরা তাদের মৃত সহযোদ্ধাদের ফেলে পালাচ্ছে৷ এখন তাদের লক্ষ্য দ্রুত ইরাক ও সিরিয়া ছেড়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া৷৷ খবর ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের।
ডেইলি মেইলের প্রকাশিত সেই প্রতিবেদন থেকে আরও জানা যায়, সম্প্রতি আইএস জঙ্গিদের কবল থেকে মুক্ত হয়েছে ইরাকের মোসুল শহরের পূর্বাঞ্চল। সেখানেই প্রকাশ্যে পড়ে রয়েছে নিহত আইএস জঙ্গিদের মৃতদেহ৷ তাদের কবর দিতে কেউ এগিয়ে আসেনি৷ ধর্মের নামে আইএসের ভয়ঙ্কর অত্যাচারের শিকার হতে হয়েছে এখানকার বাসিন্দাদের৷ ফলে ঘৃণায় তারা জঙ্গিদের মৃতদেহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন৷
পূর্ব মোসুলের দজলা নদী থেকে কিছু দূরে এক আইএস জঙ্গির মৃতদেহ দেখতে পাওয়া যায়৷ সম্প্রতি সেখানে ইরাকের বিশেষ বাহিনীর সঙ্গে যুদ্ধে বহু জঙ্গির মৃত্যু হয়েছে৷ এই এলাকায় আরও জঙ্গির দেহ মিলেছে৷ সেই মৃতদেহ খুবলে খাচ্ছিল কয়েকটা মুরগি৷
ইরাকি সেনা সদস্যরা জানিয়েছেন, "জঙ্গিদের মৃতদেহ কুকুররাই খুবলে খাক৷ এটা দেখলে আমরা খুশিই হই।"
বিডি-প্রতিদিন/ ২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫