ফের আমেরিকার সঙ্গে সংঘাতের পথে এগুচ্ছে চীন। সকল প্রকার হুমকি-নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে চীনের তৈরি দ্বিতীয় বিমানবাহী রণতরী ‘শানদং’কে দক্ষিণ চীন সাগরের কাছে মোতায়েন করতে চলেছে তারা। স্থানীয় চীনা সংবাদমাধ্যমে সম্প্রতি এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, দেশের অত্যাধুনিক বিমানবাহী রণতরীকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরেই মোতায়েন করা হচ্ছে।
দক্ষিণ চীন সাগর নিয়ে যখন আমেরিকা এবং আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের টানাপড়েন বাড়ছে তখন এই সংবাদ প্রকাশ্যে এলো। আর এই ঘটনা ঘিরেই নতুন করে উত্তেজনা বাড়ার শঙ্কা করছেন সামরিক পর্যবেক্ষকরা। খবর কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেনের।
অন্যদিকে রণতরী এভাবে মোতায়েনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে খবরে বলা হয়েছে, জটিল কোনও পরিস্থিতি দেখা দিলে এতে তা মোকাবেলায় চীনের সামরিক সক্ষমতা এবং প্রস্তুতি বাড়বে। এছাড়া দক্ষিণ চিন সাগরের কাছাকাছি মোতায়েনের মাধ্যমে তাইওয়ানকে পরোক্ষভাবে সতর্ক করা হবে। উল্লেখ্য, তাইওয়ানকে বেইজিং চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে।
বিডি-প্রতিদিন/ ৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আবুল্লাহ সিফাত-৩