এমি পুরস্কার বিজয়ী চিত্র নির্মাতা আন্ড্রে বথ তার এক ভাড়াটেকে ছুরিকাঘাতে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তার ১৩ বছরের কারাদণ্ড হতে পারে। ক্যালিফোর্নিয়ার একটি আদালত রায় প্রদানের তারিখ আগামী ২২ মার্চ নির্ধারণ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, বথের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই ভাড়াটে দাবি করেন, ‘তিনিও একদিন পাঁচটি অস্কার জিতবেন’। এরপর তাকে ছুরিকাঘাত করেন বথ।
কলম্বিয়ায় জন্ম নেয়া বথের আসল নাম আন্ড্রে সালামান বতিস্তা। তিনি গত ৮ সেপ্টেম্বর তার ভাড়াটে ক্লেইটন হেইমেসকে ছুরিকাঘাত করে হত্যা করেন। হেইমেসসহ আরো কয়েকজন বথকে নিয়ে মজা করার এক পর্যায়ে হেইমেসকে ছুরিকাঘাত করেন বথ।
এরপর তিনি পালিয়ে মেক্সিকো চলে যান। পরে তিনি মেক্সিকোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আত্মসমর্পণ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ