ট্রাম্পের ইটের জবাবে পাটকেল দিল ইরান। নিজেদের দেশে আসন্ন বিশ্বকাপের সময় মার্কিন কুস্তিগীরদের ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করল ইরান সরকার।
ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাসেমিকে উদ্ধৃত করে জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন কুস্তিগীরদের প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিই সিদ্ধান্ত নিয়েছে, মার্কিন প্রতিযোগীদের দেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না।
উল্লেখ্য, চলতি মাসের ১৬-১৭ তারিখে ফ্রিস্টাইল কুস্তির বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ইরানের রাজধানী তেহরানে।
সম্প্রতি সাতটি মুসলিম রাষ্ট্রের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশ ‘নিষিদ্ধ’ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই নিষেধাজ্ঞার পাল্টা জবাব এ ঘোষণা তা যথেষ্টই পরিষ্কার।
বিডি-প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন