ক্রমশ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরনার্থীদের ঠেকাতে মেক্সিকো সীমান্তে পাকাপাকিভাবে দেওয়াল তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে ক্রমশ মেক্সিকোর সঙ্গে উত্তেজনার পারদ চড়ছে আমেরিকার। এরই মধ্যে যুদ্ধের অশনি সঙ্কেত!
মেক্সিকোয় সেনা পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদসংস্থা সূত্রে এমনটাই জানা গেছে। গত সপ্তাহে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতোর সঙ্গে ফোনালাপের সময় ট্রাম্প এই হুমকি দিয়েছেন বলে দাবি সংবাদ সংস্থার।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে ফোনালাপে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, নেইতো সরকার যদি মেক্সিকো থেকে আমেরিকায় ‘বাজে লোকের প্রবেশ’ বন্ধ করতে না পারে তাহলে এসব লোকের আমেরিকায় আসা বন্ধ করতে সেনা পাঠানো হবে।
ট্রাম্প বলেন, “এসব লোকের আমেরিকায় আসা ঠেকাতে আপনি যথেষ্ট কিছু করছেন না। আমার মনে হয় আপনার সেনাবাহিনী ভীত। কিন্তু আমাদের সামরিক বাহিনী তেমনটি নয় এবং সে কারণে বিষয়টি মোকাবেলা করার জন্য আমাদের সামরিক বাহিনী পাঠাতে পারি।”