ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মার্সিয়া লেতিসিয়া লুলা দ্য সিলভা আর নেই। শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমেরিকার সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস এ খবর প্রকাশ করেছে।
স্ট্রোক করার পর গত ২৪ জানুয়ারি সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালের দেয়া এক বিবৃতিতে মার্সিয়া লেতিসিয়া লুলা দ্য সিলভার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও দা সিলভার স্ত্রী মার্সিয়া লেতিসিয়া লুলা দ্য সিলভা। সামান্য ফেরিওয়ালা থেকে পরপর দু'বার ব্রাজিলের প্রেসিডেন্ট হন লুইজ ইনাসিও দা সিলভা। প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেয়ার সময়েও তার প্রতি সমর্থন ছিল দেশের ৮৩ শতাংশ মানুষের। কিন্তু পরে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিন্দিত হন তিনি। রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পেট্রোবাসে বিলিয়ন ডলারের দুর্নীতিকে কেন্দ্র করে হওয়া মামলাই মূলত লুইজ ইনাসিওর জনপ্রিয়তায় ধস নামায়।
লুইজ ইনাসিও দা সিলভার এই উত্থান-পতনের পুরো সাক্ষী ছিলেন ফার্স্ট লেডি মার্সিয়া লেতিসিয়া লুলা দ্য সিলভা। স্বামীর সঙ্গে ফাস্ট লেডি হিসেবে শক্তিশালী ভূমিকা পালন করেছেন তিনি।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা