থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে একটি জেট স্কি (এক ধরনের জলযান) বিধ্বস্ত হয়ে অস্ট্রেলিয়ার এক নারী পর্যটক নিহত হয়েছেন। ২১ বছর বয়সী ওই নারীর জেট স্কির সঙ্গে তার প্রেমিকের জেট স্কি’র মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
আজ সোমবার দ্বীপের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পাতিওয়াত ইয়োদকান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুকেটের কাটা সমুদ্র সৈকতের অদূরে রবিবার দুর্ঘটনার পর এমিলি কোলি নামের ওই নারীকে তীরে নিয়ে আসা হয়। এরপরই তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘সৈকতে উপস্থিত মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করেন।’ কিন্তু তার আগেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তার সঙ্গী আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ওই পুলিশ কর্মকর্তা অারও বলেন, প্রেমিক তার শোকে কাঁদছেন। এই অবস্থায় তাকে খুব বেশি কিছু জিজ্ঞাসা করা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম