অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট ড. সৈয়দ সাদিক ঘোষণা দিয়েছেন, 'দেড় বছরের মধ্যে ভারতে বন্ধ হচ্ছে তিন তালাকের রীতি। তার জন্য সরকারের মাথাব্যথার কোনও কারণ নেই।' মঙ্গলবার তিনি ওই ঘোষণা দেন। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
গত বছরের অক্টোবরে তিন তালাক, নিকাহ হালালা ও বহুবিবাহ প্রথার বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি ভারতের উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি দাবী করেন, তিন তালাক বা এ জাতীয় কিছুই লেখা নেই পবিত্র কোরানে। ভারতে সমগ্র বিষয়টি নিয়ে অযথা জল ঘোলা হচ্ছে। তিন তালাক নিয়ে ভারতীয় নারীদের ভুল পথে পরিচালনা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/ফারজানা