যুক্তরাষ্ট্রের উইসকনসন অঙ্গরাজ্যে বন্দুকের দোকানে ডাকাতির অভিযোগে এক ব্যক্তিকে ধরতে বিশাল পুলিশি অভিযান চলছে বলে জানিয়েছে বিবিসি। ৩২ বয়সী জোসেফ এ ইয়াকুবাউস্কি নামের সন্দেহভাজন এই ডাকাতের বিরুদ্ধে বেশ কিছু পিস্তল ও রাইফেল ডাকাতি করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
ডাকাতকে ধরতে এখন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে চলছে কয়েকশ’ পুলিশের অভিযান। দোকান ভর্তি অস্ত্রের মাঝেও দোকানের কর্মচারীরা প্রতিহত করতে পারেনি অভিযুক্ত জোসেফ ইয়াকুবাউস্কিকে। তিনি কিছু একটা ঘটানোর হুমকি দিয়েছেন এবং তার কাছে একটি বুলেট প্রুফ ভেস্টও ছিল। আর তাতেই আতঙ্ক দেখা দিয়েছে।
দেশটির পুলিশ বলছে, ইয়াকুবাউস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে সরকারবিরোধী বিশাল এক বার্তা প্রকাশ করেছেন। তাতে তিনি তার ক্ষোভের লম্বা লিস্ট তুলে ধরেন। তার অভিযোগের একটি রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ব্যক্তিরা জনগণকে শোষণ করছে।
এদিকে ফক্স নিউজ জানিয়েছে, ওই ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই।