মেক্সিকো সিটিতে সোমবার নির্মাণাধীন একটি ভবন ধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেস। আজ মঙ্গলবার স্থানীয় দমকল বাহিনী একথা জানায়।
নগরীর জনস্বার্থ রক্ষা বিষয়ক সেক্রেটারি ফাউস্তো লুগো জানান, এ ঘটনায় নয়জন আহত হয়েছেন এবং তাদেরকে কাছের একটি হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, কিছু নির্মাণ কর্মী এখনো ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর দক্ষিণপশ্চিমাঞ্চলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে জানান, নির্মাণ প্রক্রিয়ার ক্রুটির কারণে এ ধরণের দুর্ঘটনা ঘটে। সেখানে আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা চলছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম