ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, গুপ্তচর সন্দেহে কুলভূষণ যাদবকে ফাঁসি দিলে চরম ফল ভোগ করতে হবে পাকিস্তানকে। মৃত্যুদণ্ড বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তা গভীর প্রভাব ফেলবে। দেশটির সংসদে দাঁড়িয়ে এই ভাষাতেই ইসলামাবাদকে হুঁশিয়ারি দিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার সংসদের উভয় কক্ষে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড নিয়ে আলোচনার ঝড় ওঠে। পাকিস্তানের এই রায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে কংগ্রেস। কুলভূষণকে বাঁচাতে কূটনৈতিক স্তরে সবরকম চেষ্টা চলানোর আশ্বাস দিয়ে দ্ব্যর্থহীন ভাষায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, এ বিষয়ে আরও পদক্ষেপ নিলে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম প্রত্যাঘাতের জন্য পাকিস্তান সরকারকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। যাদবের কোনো অপরাধের প্রমাণ নেই। এই পরিস্থিতিতে মৃত্যুদণ্ড বাস্তবায়িত হলে তাকে পূর্বপরিকল্পিত খুন ছাড়া আর কিছু বলা যাবে না। এদিকে যাদবকে বাঁচানোর সবরকম চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
বিডি প্রতিদিন/এ মজুমদার