হংকং, চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, ২৬০ টিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলটি পার্ল নদীর বদ্বীপের পূর্ব দিকে অবস্থিত। ব্রিটিশ কলোনি ছিল বিংশ শতাব্দীর শেষ দশক পর্যন্তও। দেড় শ’ বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে থাকার পর লিজ চুক্তির মেয়াদ শেষে চীনকে ফিরিয়ে দেয়া হয় ১৯৯৭ সালের ১ জুলাই।এর পর থেকেই এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিগনিত হয়েছে আসছে।
গত কয়েক বছর ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে হংকংবাসীরা। পাশাপাশি সেখানে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের বিরুদ্ধেও বেইজিংয়ের দমন-পীড়নের ঘটনাও ঘটছে। সম্প্রতি বেইজিংয়ের সমর্থনপুষ্ট ক্যারি ল্যাম সম্প্রতি হংকংয়ের নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী ১ জুলাই থেকে তিনি দায়িত্ব নেবেন।
ক্যারি ল্যাম গতকাল বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘হংকংয়ের স্বাধীনতা ইস্যুতে বলতে চাই, এর কোনো ভবিষ্যত্ নেই, কোনো সুযোগও নেই।’
বেইজিংয়ে ক্যারি ল্যাম চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাত্ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে, বিশেষত অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে আমাদের কেন্দ্রীয় সরকারের সমর্থন প্রয়োজন।’
উল্লেখ্য, ক্যারি ল্যাম এর আগে হংকংয়ের মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন। হংকংয়ের ১ হাজার ২০০ সদস্যের ইলেকশন কমিটি তাকে সেখানকার ভবিষ্যত্ প্রধান নির্বাহী হিসেবে বেছে নিয়েছে। তিনি হংকংয়ের প্রথম নারী প্রধান নির্বাহী হতে চলেছেন।
ক্যারি ল্যাম বলেছেন, হংকংয়ের সমাজকে ঐক্যবদ্ধ করা এবং রাজনৈতিক বিভেদ দূর করাই তার কাছে সবচেয়ে গুরুত্ব পাবে। এছাড়া হংকংয়ে বাড়ির দাম সহনীয় পর্যায়ে আনতে তিনি কাজ করবেন।
সূত্র: বিবিসি ও উইকিপিডিয়া