নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশটির কাছে প্রায় এক ডজন 'গ্রাউন্ড এয়ার ক্রাফট' বা যুদ্ধবিমান বিক্রি করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সোমবার ওয়াশিংট পোস্টের এক সংবাদে যুদ্ধবিমান বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নাইজেরিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও জানুয়ারি মাসে বিমান হামলায় বেসামরিক লোক হত্যার অভিযোগ থাকা সত্ত্বেও দেশটির কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত বিশ্ব জুড়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়াকে সাহায্য করতে তাদের কাছে বিমান বিক্রি করছে ট্রাম্প প্রশাসন। তবে বিমান বিক্রির চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য কংগ্রেসের অনুমোদন লাগবে। নাইজেরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিক্রির চুক্তিটি ৬০০ মিলিয়ন ডলারের।
প্রসঙ্গত, হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায় বোকো হারামের নিত্য নির্যাতনের ঘটনা। বোকো হারামের সশস্ত্র ধ্বংসাত্মক তৎপরতায় এ পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে। এছাড়া গত জানুয়ারি মাসে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ভুল করে নাইজেরিয়ার বিমান বাহিনী বোমা ফেললে নারী-শিশুসহ নিহত হয় কমপক্ষে ৯০ জন। বোমা ফেলার সময়ে সেখানে ত্রাণ বিতরণের কাজ চলছিল।
সূত্র: ওয়াশিংটন পোস্ট