মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ইরানের পূর্বাঞ্চলে শুক্রবার পরপর দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬.০ রিখটার স্কেলে প্রথম দফা আঘাত হানার পর ১০ মিনিট পর ৫.০ রিখটার স্কেলে দ্বিতীয় দফায় আঘাত হানে ভূকম্পটি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কারমান নগরীর ৩৬ মাইল দূরে এক এলাকায়। উল্লেখ্য, দেশটির অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা এটি।
স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পে কমপক্ষে ৪২ জন মানুষ আহত হয়েছেন। এতে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়ে। ইরানের রেডক্রস প্রধান মোর্তাজা সালিমি জানান, ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধার ও সহায়তা কার্যক্রম চলছে।
এক যুগ আগে ২০০৩ সালের ডিসেম্বরে কেরমান প্রদেশের রাজধানী বাম শহরে শক্তিশালী ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি প্রাণহানি ঘটে। দেশটির ইতিহাসে ভয়াবহ এক বিপর্যয় ছিল এ ভূমিকম্প।
বিভিন্ন সূত্রে, এ ঘটনায় ২৬ হাজার থেকে ৪৩ হাজারেরও বেশি প্রাণহানি ঘটেছিল বলে উল্লেখ করা হয়। ৬.৬ মাত্রার এ ভূমিকম্পে আহত হন প্রায় ৩০ হাজার মানুষ। বাস্তুচ্যুত হয়ে পড়েন প্রায় ৭৫ হাজার মানুষ। এখনো এ বিপর্যয়ের ধাক্কা সামলিয়ে ওঠতে পারেনি প্রদেশটি।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে গত এক দশকের সবচেয়ে বড় ভূমিকম্পের আঘাতে নিহত হন প্রায় ৫৪০ জন মানুষ। আহত হয়েছেন প্রায় ৮ হাজার। ইরাক-ইরান সীমান্তে আঘার হানা ৭.৩ উচ্চমাত্রার এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেরমানশাহ প্রদেশ।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/আরাফাত