হামাস শাসিত গাজা ভূখণ্ডে বুধবার ভোরে হামলা চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী। এর আগে সোমবার ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনিরা রকেট হামলা চালায়। খবর এএফপি’র।
সেনাবাহিনী মঙ্গলবার রাতে জানায়, গাজা থেকে ইসলাইলের দক্ষিণাঞ্চলে একটি রকেট হামলা চালানো হয়েছে।
এক মুখপাত্র জানান, রকেটটি কোথায় পড়েছে তা জানা যায়নি।
বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়, রকেট হামলার জবাবে তারা ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম