বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়ে বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপে কামান বসাল বেইজিং। মার্কিন স্যাটেলাইটে সম্প্রতি এমন ছবিই ধরা পড়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্যাটেলাইটে ধরা পড়া ছবিতে দেখা গেছে কৃত্রিম দ্বীপের একটিতে মোটর চালিত দু’টি কামান বসিয়েছে চীন।
খবরে আরও বলা হয়েছে, যদিও মার্কিন বিমান বা জাহাজের জন্য হুমকি হয়ে উঠবে না এইসব কামান তবে কৃত্রিম দ্বীপের আশেপাশে যে সব দ্বীপ রয়েছে তাতে এই কামানের গোলা পৌঁছতে পারবে।
উল্লেখ্য, এই দুই দ্বীপকে বেসামরিক কাজের জন্য তৈরি করেছে বলে চীন এর আগে বিবৃতি দিয়ে জানিয়েছিল।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ