কানাডার দক্ষিণাঞ্চলে বুধবার রাতে একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে। বিমানটিতে ২৫ জন আরোহী ছিল।
স্থানীয় গণমাধ্যম সিটিভির খবরে বলা হয়, এটিআর-৪২ নামের এ বিমানে ২২ জন যাত্রী ও তিনজন ক্রু ছিল।
খবরে আরো বলা হয়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে সাসকাচেওয়ান প্রদেশের বিমানবন্দর ফন্ড-দু-লাক থেকে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি।
সাসকাটন ভিত্তিক ওয়েস্ট উইন্ড অ্যাভিয়েশন বিমানটির মালিক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিডিপ্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান