গাজায় কট্টরপন্থী ইসলামি গ্রুপ হামাসের অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার এ বিমান হামলা চালানো হয়। খবর এএফপি’র।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় কট্টরপন্থী এ গ্রুপের তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে।
ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র জানায়, গাজা উপত্যকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ১০ দফারও বেশি বিমান হামলা চালানো হয়েছে। ইসরাইলের বিমান হামলা চালানো এসব স্থানের মধ্যে গাজার উত্তরাঞ্চলীয় শাতি শরণার্থী শিবিরের কাছের হামাসের একটি নৌ ঘাঁটি ও একটি সামরিক ঘাঁটি রয়েছে।
সূত্র আরও জানায়, এসব হামলা হামাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন অবস্থানের উল্লেখযোগ্য ক্ষতির পাশাপাশি এসবের পার্শ্ববর্তী আরও অনেক ঘরবাড়িরও ক্ষতি হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এতে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম