ভারতের ১৩১ বছরের পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল শনিবার দায়িত্ব নিচ্ছেন রাহুল গান্ধী। এর একদিন আগে তার মা সোনিয়া গান্ধীর একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। শুক্রবার সংসদের বাইরে সোনিয়া গান্ধী বলেছেন, 'এখন আমার কাজ হলো অবসর নেয়া।'
সোনিয়ার এই বক্তব্যকে ঘিরে এরই মধ্যে শোরগোল শুরু হয়ে গেছে। তবে কী রাজনীতি থেকেই অবসর নিচ্ছেন ৭১ বছর বয়সী সোনিয়া? দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। ১৯৯৮ সাল থেকে তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সোমবার এই পদে তার ছেলে রাহুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অবসরের বিষয়ে কংগ্রেসের মুখপাত্র রনদ্বীপ সুর্যবালা বলেছেন, 'সোনিয়া গান্ধী কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে অবসর নিয়েছেন। রাজনীতি থেকে নয়।' সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা