আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিতর্কিত দক্ষিণ চীন সাগর। সেখানে ভারতের বিনিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। এজন্য বৃহস্পতিবার তোপের মুখে পড়ে ভিয়েতনামও। চীনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, তাদের অধিকারে হস্তক্ষেপকে কোনোভাবেই সহ্য করা হবে না।
এদিকে ভারতে ভিয়েতনামের রাষ্ট্রদূত চন সিন থান জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরে ইকনমিক জোনে তেল এবং প্রাকৃতিক গ্যাসের সেক্টরে ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানিয়েছে ভিয়েতনাম।
বিতর্কিত দক্ষিণ চীন সাগরের দাবিদারদের মধ্যে অন্যতম ভিয়েতনাম। যার নব্বই শতাংশেই রয়েছে চীনের দাবি। ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেই-ও দাবি রয়েছে এই বিতর্কিত অংশে।
উল্লেখ্য, ভিয়েতনামের প্রভাবাধীন দক্ষিণ চীন সাগরে ১২৮ বেসিনে কাজ করে চলেছে ভারতের ONGC Videsh Ltd. ভারতের উপস্থিতি নিয়ে এর আগেও বিরোধিতা করেছিল চীন।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ