এখন থেকে সৌদি আরবে যে কোনো দেশের নারীরা একাই ঘুরতে পারবেন। তবে শর্ত একটাই, তাদের বয়স ২৫ বছরের বেশি হতে হবে। সৌদি কমিশন অব ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজের পক্ষ থেকে এই অনুমোদন দেয়া হয়েছে। সৌদি পর্যটন শিল্পের বিকাশের জন্যই মূলত এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, সৌদির এ উদ্যোগকে যুগান্তকারী ভূমিকা হিসেবে দেখা হচ্ছে। তবে ২৫ বছরের কম বয়সী নারীদের জন্য এই অনুমোদন প্রযোজ্য নয়। তাদের ভ্রমণে সঙ্গে অবশ্যই পরিবারের যে কোনো একজন সদস্যকে থাকতে হবে ।
এ ব্যাপারে কমিশনের লাইসেন্স বিভাগের মহাপরিচালক ওমর আল-মুবারক বলেন, এটি হবে একটি সিঙ্গেল-এন্ট্রি ভিসা। এর মেয়াদকাল ৩০ দিন। এটি দিয়ে তারা ভ্রমণ, হজ ও ওমরা পালন করতে পারবেন।
জানা গেছে, ইতিমধ্যেই এই ভ্রমণ ভিসার প্রধান ও নির্বাহী আদেশ-প্রত্যাদেশগুলো চূড়ান্ত করা হয়েছে। ২০১৮ সালের প্রথম তিন মাসের মধ্যেই এই ট্যুরিজম ভিসা ইস্যুর প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছে সৌদি কমিশন অব ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ