প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্র আবারও ফিরে আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার শর্ত, জলবায়ু চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য আরও ‘ন্যায়সঙ্গত’ করতে হবে।
এ ব্যাপারে বুধবার ওয়াশিংটনে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, তার প্রশাসন দূষণমুক্ত পানি ও বাতাস নিশ্চিত করার পাশাপাশি অন্য দেশগুলোর সঙ্গে ব্যবসাবাণিজ্যে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করারও নিশ্চয়তা চায়।
২০১৫ সালের সেই চুক্তিকে ‘যুক্তরাষ্ট্রের জন্য বাজে চুক্তি’ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, চুক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে। ব্যক্তিগতভাবে চুক্তি নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে ওবামার সরকারের আমলে করা এ চুক্তি যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য খুবই খারাপ ছিল।
চুক্তির শর্ত বদলালে ‘অনুমিতভাবেই যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরতে পারে’ বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ