আবারও উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। আর তারই জের ধরে মার্কিন অর্থমন্ত্রী স্টিভ এমনাচিন বৃহস্পতিবার জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।
এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমরা তাদের দিকে অব্যাহতভাবে লক্ষ্য রাখছি। আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি এবং আমি মনে করি আগামীতে আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে আপনারা আশা করতে পারেন।’
২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা সে ব্যাপারে শুক্রবার ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠী চুক্তি করে। পূর্বসূরি বারাক ওবামার আমলে করা চুক্তিটির সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ