আপত্তিকর মন্তব্য করে আবারও তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার আফ্রিকার অভিবাসীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ওভাল অফিসে আইন প্রণেতাদের সঙ্গে অভিবাসন নীতিমালা নিয়ে আলোচনার সময় ট্রাম্প আফ্রিকার দেশগুলোকে ‘অত্যন্ত নোংরা ও বসবাসের অযোগ্য’ বলে মন্তব্য করেন।
এ ব্যাপারে ওয়াশিংটন ডিসি’তে আফ্রিকান ইউনিয়নের দপ্তর ট্রাম্পের বক্তব্যে ‘হতাশা ও ক্ষোভ’ প্রকাশ করে বলেছে, ট্রাম্প প্রশাসন আফ্রিকার জনগণকে বুঝতে ভুল করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার অভিবাসী বিষয়ক সিনেটরদের এক বৈঠকে আফ্রিকার দেশগুলো সম্পর্কে বলেছেন, ‘কেন আমরা নোংরা দেশগুলো থেকে এসব লোককে এখানে নিয়ে আসছি?’
শুক্রবার এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নিজেকে বাঁচাতে ট্রাম্প দাবি করেছেন, তিনি ওই পরিভাষা ব্যবহার করেননি।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ