প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ওসিয়ানিয়ার পাপুয়া নিউ গিনিয়া এলাকার একাধিকবার কম্পন অনুভূত হয়েছে। পোরগেরা থেকে প্রায় ৫৫ মাইল দূরে ওই এলাকায় অনুভূত হয়েছে এই কম্পন। এলাকাটি ভূমিকম্প প্রবণ হলেও এই কম্পন সম্পর্কে আগাম তথ্য দিতে পারেনি কোনো সংস্থা।
স্থানীয় সময় রবিবার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে হয় এই কম্পন অনুভূত হয়। এর প্রায় আধ ঘণ্টা পরে আবারও কেঁপে ওঠে ওই একই এলাকার মাটি।
রিখটার স্কেলে দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৫.৫। উৎসস্থল ছিল মাটি থেকে ৩৯ কিমি গভীরে। এমনই তথ্য প্রকাশ করেছে ভূমিকম্প গবেষক সংস্থা ইউএসজিএস।
ভূমিকম্প গবেষক সংস্থা ইউএসজিএস-এর মতে রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৭.৫। উৎসস্থল ছিল ২৩ কি.মি. গভীরে।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ