বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। এবার তারই জের ধরে যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে যেকোনো আলোচনার মাধ্যমে পিয়ংইয়ংকে তার পরমাণু অস্ত্র কর্মসূচির সমাপ্তি ঘটাতে হবে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার পর রবিবার তার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।
এর আগে, সিউলে অবস্থিত উত্তর কোরিয়ার একটি প্রতিনিধিদলের সাথে রবিবার বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। এরপরই মুন জায়ের দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এছাড়া আন্তঃকোরীয় সংলাপ ও যুক্তরাষ্ট্র-উত্তর সম্পর্ক যৌথভাবে উন্নয়নের আগ্রহও প্রকাশ করেছে পিয়ংইয়ং।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা দেখতে চাই পিয়ংইয়ংয়ের আজকের আলোচনার প্রস্তাবের বার্তা উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের প্রথম পদক্ষেপ কিনা। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির পরিসমাপ্তি দেখতে চায়।’
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ