ইংল্যান্ডের লিস্টারশায়ারে ভয়াবহ বিস্ফোরণে একটি ফ্ল্যাট এবং ভবনের একটি অংশ ভেঙে পড়েছে। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। এরপর শুরু হয় ধ্বংসস্তুপ সরানোর কাজ। বিস্ফোরণের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। বিস্ফোরণের পরেই ছয়জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
বিস্ফোরণের পরেই লিস্টারশায়ারে পুলিশ ঘটনাটিকে 'বড় ঘটনা' বলে ঘোষণা করেন। সাথে সাথে ঘটনাস্থলে যায় দমকলের ছটি ইঞ্জিন। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ঘটনাটিকে জঙ্গি হামলা বলে ঘোষণা করা হয়নি। বিস্ফোরণের পরেই ঘটনাস্থলের দিকে ছুটে যান স্থানীয় বাসিন্দারা।
বিস্ফোরণস্থল এলাকার আশপাশের বাড়ি ও ব্যবসায়িক কেন্দ্র খালি করে দেওয়া হয়। হিঙ্কলে রোড এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত