মালয়েশিয়ান এয়ার এশিয়ার একটি এক্স বিমান জাপানের ওকিনাওয়ার নাহা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ইঞ্জিন বিকলের কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, কুয়ালালামপুরগামী বিমানটিতে ৩৭৯ আরোহী ছিল। এই ঘটনায় কেউ আহত হয়নি।
পরিবহণ মন্ত্রণালয়ের স্থানীয় কার্যালয় জানায়, স্থানীয় সময় রাত সোয়া ২টার দিকে বিমানটির ডানপাশের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ায় চালক তা বন্ধ করে জরুরি অবতরণ করে। মন্ত্রণালয় পক্ষে আরও জানানো হয়, বিমানটি স্থানীয় সময় রাত ৩টার দিকে নাহা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি টোকিওর হানেদা বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছিল।
সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ