রাত পোহালেই উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভার ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহণ সকাল ৭টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। যদিও নাগাল্যান্ডের কয়েকটি দুর্গম জায়গায় বিকাল ৩টাতেই শেষ হবে ভোট গ্রহণ প্রক্রিয়া।
দুইটি রাজ্যে ৬০ টি আসন থাকলেও ভোট হবে ৫৯ টি আসনে। গত ১৮ ফেব্রুয়ারি মেঘালয়ের উইলিয়ামনগর কেন্দ্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রার্থী জোনাথন এন.সাংমা ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনায় ওই কেন্দ্রটিতে ভোট স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে নাগাল্যান্ডের উত্তর অঙ্গামী-২ কেন্দ্রে ন্যাাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগেসিভ পার্টি (এনডিপিপি) প্রধান নেইফিউ রিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় সেখানে আর ভোট গ্রহণ হবে না।
আগামী ৩ মার্চ ত্রিপুরা’র (গত ১৮ মার্চ এই রাজ্যটিতে ভোট হয়) সাথে এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে।
অাসাম, মনিপুর ও অরুনাচল প্রদেশের পাশাপাশি বিজেপির এখন লক্ষ্য উত্তরপূর্ব ভারতে নিজের প্রভাব বিস্তার করা। আর এই লক্ষ্যে এই দুই রাজ্যেই জোরদার প্রচার চালিয়েছে গেরুয়া শিবির। মেঘালয়ে দীর্ঘ দশ বছর ধরে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। কিন্তু এবার মুকুল সাংমার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে উৎখাত করতে চেষ্টার কোন ত্রুটি রাখেনি বিজেপি। দীর্ঘ সময় উত্তরপূর্ব ভারত কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত থাকলেও গত দুই-এক বছরে সেই ছবিটা বদলেছে। ধীরে ধীরে এখানে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন সকলেই প্রচারণায় এসেছেন। এই রাজ্যে এবার প্রধান লড়াই কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে। কংগ্রেস যেখানে ৫৯ টি আসনে প্রার্থী দিয়েছে সেখানে ৪৭ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।
মেঘালয়ে এবারে মোট ভোটারের সংখ্যা ১৮.৪ লাখ, ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে ৩০৮৩ টি। মোট ৩৭০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন হবে এবারের ভোটে।
অন্যদিকে নাগাল্যান্ডে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী নেইফিউ রিও’এর নেতৃত্বাধীন ন্যাাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগেসিভ পার্টি (এনডিপিপি)’এর সঙ্গে জোট করে বাজিমাত করতে চাইছে বিজেপি। ৬০ আসনের এনডিপিপি ৪০ আসনে প্রার্থী দিয়েছে এবং বিজেপি ২০ আসনে প্রার্থী দিয়েছে। পাশাপাশি শাসন ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী টি.আর.জেলিয়াং’এর নেতৃত্বাধীন নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট (এনপিএফ) এর সঙ্গে অলিখিত জোট করে নির্বাচনে লড়াই করেছে তিনবারের শাসন ক্ষমতায় থাকা কংগ্রেস। এবারে তারা ১৮ টি আসনে লড়াই করছে।
নাগাল্যান্ডে মোট ভোটারের সংখ্যা ১১.৯৬ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৬,০১,৭০৭ এবং নারী ভোটারের সংখ্যা ৫,৮৯,৮০৬ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ২১৫৬ টি। ভাগ্য নির্ধারণ হবে ২২৭ জন প্রার্থীর।
ভোট অবাধ ও শান্তিপূণ করতে দুই রাজ্যেই কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যপুলিশকেও মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল