চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতোমধ্যে মাও সেতুং এর পথ ধরে আরেক ধাপ এগিয়ে গেলেন। দেশটির শাসক দল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি প্রেসিডেন্টের কার্যকাল নির্দিষ্ট করা একটি আইন বাতিল করে ওই পদ সুরক্ষিত করার লক্ষ্যে একটি প্রস্তাব পেশ করেছে। অনির্দিষ্টকালের জন্যে প্রেসিডেন্ট থাকার পথ সুগম করার মধ্য দিয়ে দুই নেতার মধ্যে তুলনার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠল। সোমবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
কমিউনিস্ট পার্টির নতুন এই প্রস্তাবের মধ্য দিয়ে ৬৪ বছর বয়সী শি’র প্রেসিডেন্টের পদ আজীবনের জন্য সুরক্ষিত হয়ে যাবে। শুধু তাই নয়, এই প্রস্তাবে ভাইস প্রেসিডেন্টের পদও আজীবনের জন্য সুরক্ষিত করার ব্যবস্থা রাখা হয়েছে।
গত অক্টোবর মাসে পঞ্চবার্ষিকী পার্টি কংগ্রেসে শি’কে দ্বিতীয় মেয়াদের জন্য দলের মহাসচিব করা হয়।
কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠাতা বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা মাও সে তুং এর পর শি’ই হতে যাচ্ছেন দেশটির সবচেয়ে ক্ষমতাধর নেতা।
চীনের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ-সংক্রান্ত একটি ধারায় উল্লেখ আছে, ‘একজন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট টানা দুই মেয়াদের বেশি সময় ক্ষমতায় থেকে দায়িত্ব পালন করতে পারবেন না।’ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি সংবিধানের এই ধারাটি বাদ দেওয়ার প্রস্তাব করেছে।
আগামী মার্চে শুরু হবে চীনের জাতীয় আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক পূর্ণ অধিবেশন। এ অধিবেশনেই সংবিধান সংশোধনের প্রস্তাবটি তোলা হবে বলে জানা গেছে।
কেন্দ্রীয় কমিটির এ প্রস্তাব দেশটির পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। পার্লামেন্টের সদস্যরা প্রায় সকলেই দলের অনুগত। ফলে খুব সহজেই প্রস্তাবটি অনুমোদিত হবে বলে মনে করা হচ্ছে।
আর এটি পাশ হলে ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো বাধ্যকতা তার আর থাকবে না।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম