আফগানিস্তানে পৃথক সেনা অভিযানে অন্তত ২৮ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয়জন। সোমবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, রবিবার উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের পাশতুন কোট জেলায় এক সেনা অভিযানে ১৬ জঙ্গি নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। এদিকে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের গরমশির জেলায় তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আফগান বিমান বাহিনী। এতে ছয় জঙ্গি নিহত হয়েছে এবং ঘাঁটিটি ধ্বংস হয়ে গেছে।
এছাড়া পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে একটি অভিযানে তিন জঙ্গি নিহত ও অপর তিনজন আহত হয়েছে। পাশাপাশি, বালখ প্রদেশের চেমতাল জেলায় এক বিমান হামলায় তিন জঙ্গি নিহত হয়েছে।
সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ