ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও আরও অন্তত সাতজন আহত হয়েছেন। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৪শ’ কিলোমিটার পূর্বে সোলাপুর জেলার হাগলুর গ্রামে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
সোলাপুরের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার ভোরে যাত্রীবাহী একটি গাড়ি ক্রীড়া সামগ্রীবহনকারী অপর গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। হাগলুর গ্রামের তুলজাপুর-পানধারপুর সড়কে মালগাড়িটি দাঁড়িয়ে ছিল। এই ঘটনায় দুই গাড়ির ১২ আরোহী আহত হয়। পরে আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। অপর সাত জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম