আধুনিক যুগে ফ্যাশন জীবনের বড় একটি অংশ। আর এই আধুনিকতার ছোঁয়া লেগেছে ছেলেদের দাড়িতেও। বর্তমানে বিভিন্ন স্টাইলে দাড়ি কাটার ফ্যাশন আধুনিকতার দিকে সেই ইঙ্গিত দেয়।
কিন্তু এবার ফ্যাশন করে দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করতে উদ্যত হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দেরা গাজি খান জেলার জেলা পরিষদ। নকশা করে দাড়ি কাটা ইসলামের শিক্ষাবিরোধী। এই দাবিতে স্টাইল করে দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জেলা পরিষদ।
এই প্রস্তাবটির উত্থাপনকারী আসিফ খোসা বলেছেন, ‘‘ফ্যাশনের নামে কম বয়সীরা বিভিন্ন নকশা করে দাড়ি রাখে, যা ইসলামের শিক্ষাবিরোধী।’’
প্রস্তাবটিতে দেরা গাজি খানের ডেপুটি কমিশনারকে পাকিস্তানি যুবকদের মধ্যে এই প্রবণতার ওপর নিষেধাজ্ঞা জারি করতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যারা স্টাইল করে ‘দাড়িকে নিয়ে মজা করে’ তাদের কঠোর শাস্তিরও দাবি করা হয়েছে প্রস্তাবটিতে।
সূত্রের খবর, সংখ্যাগরিষ্ট বলে প্রস্তাবটি পাশ করে যায়। পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তাবটিকে ডেপুটি কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর