ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নামে ব্যঙ্গ করে সবচেয়ে বড় মিথ্যাবাদী পুরস্কার চালু করেছে বিজেপি নেতা তজিন্দর পাল সিং বাগ্গা। গত ২২ মার্চ টুইটারে এই পুরস্কারের কথা ঘোষণা করেন তিনি।
কলকাতা টুয়েন্টিফোর'র এক প্রতিদনে বলা হয়, দিল্লির বিজেপি নেতা তজিন্দর পাল সিং বাগ্গা এ ব্যাপারে টুইট করে জানান, পুরস্কার প্রাপককে নগদ ৫১০০ রুপি দেওয়া হবে। তবে তার জন্য মিথ্যাবাদীদের নাম তার কাছে পাঠানোর আবেদন জানান। টুইটারে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেন তিনি। এই হোয়াটসঅ্যাপ নম্বরে প্রমাণসহ সেই মিথ্যাবাদীর নাম পাঠাতে বলেন বাগ্গা।
সম্প্রতি বাগ্গা একটি সংবাদমাধ্যমকে জানান, দিল্লির মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় মিথ্যাবাদী। তিনি কোন প্রতিশ্রুতিই পালন করেননি। বিনামূল্যে ওয়াইফাই, ডিটিসি বাসগুলিতে নারীদের জন্য বিশেষ নিরাপত্তা, অন্তত ৫০০টি নতুন স্কুল এবং ২০টি কলেজ চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু একটিও পালন করেননি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিল্লির মানুষের সঙ্গেও প্রতারণা করেছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার