ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার প্রায় ৯০ শতাংশ সাংসদই কোটিপতি। একজন সাংসদের গড় সম্পত্তির পরিমাণ ৫৫ কোটি রুপি।
ন্যাশনাল ইলেকশন ওয়াচ এন্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামে একটি সংস্থার জরিপে উঠে এসেছে এই তথ্য।
রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা ২৪৫ টি। এর মধ্যে ২৩৩ জন নির্বাচিত বাকী ১২ জন মনোনীত সাংসদ। এই ২৩৩ জনের মধ্যে ২২৯ জন সংসদ সদস্যের জমাকৃত হলফনামার ওপর ভিত্তিতে জরিপ চালায় দিল্লি ভিত্তিক সংস্থা এডিআর।
জরিপে দেখা গেছে ‘রাজ্যসভার ২২৯ জন সাংসদদের মধ্যে ২০১ জনই কোটিপতি (৮৮ শতাংশ)। রাজ্যসভার সাংসদদের গড় সম্পত্তির পরিমাণ ৫৫.৬২ কোটি রুপি’।
রাজ্যসভার সবচেয়ে বিত্তশালী সংসদ সদস্য হলেন জনতা দল ইউনাইটেড’এর মহেন্দ্র প্রসাদ। তার সম্পত্তির পরিমাণ ৪০৭৮.৪১ কোটি রুপি।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেতা অমিতাভ বচ্চনের জয়া বচ্চন (ভাদুড়ী)। তার সম্পত্তির পরিমান ১০০১.৬৪ রুপি। এর পরেই রয়েছেন বিজেপি’র রবীন্দ্র কিশোর সিনহা, তাঁর সম্পত্তি ৮৫৭.১১ কোটি রুপি।
ভারতের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলির মধ্যে বিজেপির ৬৪ জন সাংসদের গড় সম্পত্তি ২৭.৮০ রুপি, কংগ্রেসের ৫০ জন সাংসদের গড় সম্পত্তির পরিমাণ ৪০.৯৮ রুপি, সমাজবাদী পার্টি (এসপি)’এর ১৪ জন সাংসদের গড় সম্পত্তির পরিমাণ ৯২.৬৮ রুপি, তৃণমূল কংগ্রেসের ১৩ জন সাংসদের গড় সম্পত্তির পরিমান ১২.২২ কোটি রুপি।
এডিআর’এর জরিপ অনুযায়ী রাজ্যসভার ২২৯ জন সাংসদের মধ্যে ৫১ জনের বিরুদ্ধে অপরাধ মূলক অভিযোগ রয়েছে, ২০ জনের বেশি সাংসদদের বিরুদ্ধে মারাত্মক অপরাধ সম্পর্কিত মামলা রয়েছে।
জরিপ মতে ২২৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৫৪ জন সাংসদের বিরুদ্ধে ঋণের বোঝা রয়েছে। তালিকায় সবার ওপরে রয়েছেন বিজেপি’র সঞ্জয় দত্তাত্রেয় কাকাড়ে (৩০৪.৬০ কোটি রুপি), জাতীয় কংগ্রেসের টি.সুব্বারামি রেড্ডি (১৭৩.৫৯ কোটি রুপি) এবং সমাজবাদী পার্টির জয়া বচ্চন (১০৫.৬৫)।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন