ইয়েমেনের বিরুদ্ধে চালানো সৌদি আরবের আগ্রাসনের তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেশটির হাজার হাজার অধিবাসী রাজধানী সানায় ব্যাপক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন।
দারিদ্রপীড়িত ইয়েমেনের বিভিন্ন অংশে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাধ্যমে সৌদি নেতৃত্বাধীন জোট ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটিয়েছে।
সোমবার ইয়েমেনিরা সানার আল-সাবিন স্কয়ারে সমবেত হয়ে সৌদি আরবের হামলার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে। এ সময় সবাইকে জাতীয় পতাকা নাড়তে এবং যুদ্ধে হতাহত ব্যক্তিদের ছবি বহন করতে দেখা যায়।
ইয়েমেনের আরবি ভাষার আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
এছাড়া বিক্ষোভকারীরা রিয়াদের বর্বরোচিত বিমান হামলার নিন্দা জানানোর পাশাপাশি সৌদির সামরিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াতে সব ইয়েমেনিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইয়েমেনের সৌদি-পন্থী সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর জন্য রিয়াদ ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। এ আগ্রাসনে এখন পর্যন্ত শত শত নারী ও শিশুসহ অন্তত ১৪,০০০ মানুষ নিহত হয়েছে। সৌদির সামরিক আগ্রাসনে ইয়েমেনের হাসপাতাল, স্কুল এবং কারখানাসহ দেশটির বিভিন্ন অবকাঠামো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনের ২ কোটিরও বেশি মানুষের জরুরি খাদ্য সহায়তার প্রয়োজন। এদের মধ্যে ৮০ লাখ ইয়েমেনি মারাত্মক ক্ষুধায় ভুগছে। সম্প্রতি জাতিসংঘের একজন শীর্ষস্থানীয় ত্রাণ কর্মকর্তা ইয়েমেনে জীবনযাত্রার মান ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি দেশটি দুর্ভিক্ষ এবং কলেরার মতো মারাত্মক পরিস্থিতির দিকে যাচ্ছে যাচ্ছে বলেও সতর্ক করেন তিনি।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৮/আরাফাত