সময়ের কাছে সবাইকেই নতিস্বীকার করতে হয়। তা সে যতই প্রভাবশালী হোক না কেন, সময় যেন তার থেকেও বেশি শক্তিশালী। এখন তা বেশ ভালোভাবেই পাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। কারণ তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে অনুরোধ করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে পাকিস্তান প্রশাসন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, দেশে ফিরে নিরাপত্তা চান মোশারফ। তার জন্য আবেদন করেছিলেন তিনি। যার পরিবর্তে মোশারফের পরামর্শদাতা আখতার শাহকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে, মোশারফকে নিরাপত্তা দেওয়া তাদের কাজ নয়। এই বিষয়টি নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
২০১৭ সাল থেকে পারভেজ মোশারফ চিকিৎসার জন্য দুবাইতে থাকতেন। এখন তিনি দেশে ফিরে আসতে চান। কিন্তু সঙ্গে বাড়তি আবেদন ছিল নিরাপত্তা। যা কার্যত খারিজ করে দিয়েছে পাক প্রশাসন। ৭৪ বছর বয়সের এই নেতার বিরুদ্ধে দেশের শাসনব্যবস্থার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর অভিযোগ রয়েছে। সেই মামলা এখনও চলছে। যেখানে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ডও হতে পারে পারভেজ মোশারফের।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর