সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
তিনি বলেন, শুক্রবার সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে অবস্থিত ইরানের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সেখানে ইরান ও হেজবুল্লাহর কয়েকশ’ স্থাপনায় হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায়, ইসরাইলের হামলার সময় ও পরেও দামেস্ক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল। বৈঠকে নেতানিয়াহু জানিয়েছেন, সর্বশেষ এ হামলা প্রমাণ করে যে, আমরা যেকোনো সময়ের চেয়ে ইরানি আগ্রাসনের বিরুদ্ধে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন